আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ইঞ্জিনিয়াররা বেশিরভাগই নাকি কঠোর পরিশ্রম করতে চান না। কে বলছেন একথা? তিনি একজন আইআইটি প্রাক্তনী। ব্যাস, মন্তব্যের পর একপ্রকার তোলপাড়।
ইদানিংকালে জোর চর্চা কর্মীদের অফিসে কাজের সময় নিয়ে। অর্থাৎ অফিসে তাঁদের কতক্ষণ কাজ করা উচিত তা নিয়ে একাধিক সংস্থার কর্তার মন্তব্যে রীতিমতো মত, পাল্টা মতের বন্যা। এসবের মাঝেই আইআইটি প্রাক্তনীর এই মন্তব্য।
সান ফ্রান্সিসকো-র একটি সংস্থার সিইও এবং আইআইটি-র প্রাক্তন ছাত্রের একটি পোস্ট নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রযুক্তিবিদ বরুণ ভুমাদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এখনকার ভারতীয় ইঞ্জিনিয়াররা মোটা অঙ্কের বেতন পাওয়ার পরেও কাজের প্রতি তাঁরা আগ্রহ দেখাচ্ছেন না। অনেকেই সপ্তাহে ছ’ দিন কাজও করতে চান না।
তিনি জানিয়েছেন, ‘আমি আমাদের ভারতীয় অফিসের জন্য ইঞ্জিনিয়ারদের নিয়োগের সময় একটি বিষয় লক্ষ্য করেছি। এমনকি এক কোটি বেতন সহ, অনেকেই কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক নয়। ৩-৪ বছরের অভিজ্ঞতা রয়েছে, এমন অনেকেই আবার সপ্তাহে ছ’ দিন কাজ করতে অনিচ্ছুক। ‘ ওই পোস্ট ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। নেটিজেনরা সেখানে নিজেদের মতামত লিখেছেন।
